কালেমা তামজীদ
لَآ اِلٰهَ اِلَّا اَنْتَ نُوْرًا يَّهْدِيَ اللهُ لِنُوْرِهٖ مَنْ يَّشَاءُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ اِمَامُ الْمُرْسَلِيْنَ خَاتَمُ النَّبِيِّيْنَ
উচ্চারণঃ লা-ইলাহা ইল্লা আনতা নূ-রাই ইয়াহদিয়াল্লাহু লিনূরিহী মাই-ইয়াশাউ মুহাম্মাদুর রাসুলুল্লাহি ইমামুল মুরসালীনা খাতামুন নাবিয়্যীন।
অর্থঃ তুমি (আল্লাহ) ছাড়া অন্য কোন উপাস্য নেই। তুমি জ্যোতির্ময়, যাকে ইচ্ছা হয় তাকেই তোমার নূর দ্বারা পথ প্রদর্শণ কর। মুহাম্মাদ (সাঃ) আল্লাহর রাসুল, রাসুলগণের নেতা এবং সর্বশেষ নবী।