কালেমা তাওহীদ
لَآ اِلٰهَ اِلَّا اَنْتَ وَاحِدًا لَّا ثَانِيَ لَكَ مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ اِمَامُ الْمُتَّقِيْنَ رَسُوْلُ رَبِّ الْعٰلَمِيْنَ
উচ্চারণঃ লা-ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল লা ছানীয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুত্তাকীনা রাসুলু রাব্বিল আলামীন।
অর্থঃ তুমি (আল্লাহ) ছাড়া অন্য কোন উপাস্য নেই। তুমি এক, তোমার দ্বিতীয় কেউ নেই। আল্লাহর রাসুল মুহাম্মাদ (সাঃ) আল্লাহ ভীরুদের নেতা ও বিশ্ব প্রতি পালকের রাসূল।