কালেমা রদ্দে কুফর
اَللّٰهُمَّ اِنِّىْ اَعُوْذُ بِكَ مِنْ اَنْ اُشْرِكَ بِكَ شَيْئًا وَّاَنَا اَعْلَمُ بِهٖ وَاَسْتَغْفِرُكَ لِمَا اَعْلَمُ بِهٖ وَمَا لَآ اَعْلَمُ بِهٖ تُبْتُ عَنْهُ وَتَبَرَّاْتُ مِنَ الْكُفْرِ وَالشِّرْكِ وَالْمَعَاصِيْ كُلِّهَآ وَاَسْلَمْتُ وَاٰمَنْتُ وَاَقُوْلُ اَنْ لَّآ اِلٰهَ اِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ
উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আন উশরিকা বিকা শাইআওঁ ওয়া আনা আ'লামু বিহী ওয়া আস্তাগফিরুকা লিমা আ'লামু বিহী ওয়ামা লা-আ’লামু বিহী তুবতু আনহু ওয়া তাবাররা'তু মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়াল মাআছি কুল্লিহা ওয়া আসলামতু ওয়া আমানতু ওয়া আকুলু আল লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
অর্থঃ হে আল্লাহ! আমি তােমারই দরবারে আশ্রয় চাচ্ছি। আমি যেন কাউকেও তােমার সাথে অংশীদার সাব্যস্ত না করি। আমার জ্ঞানের সীমারেখার ভিতরের ও বাইরের সকল প্রকার পাপ থেকে ক্ষমা প্রার্থনা করছি এবং তা থেকে তওবা করছি। সকল প্রকার কুফর, শিরক ও যাবতীয় গুনাহ থেকে নিজেকে মুক্ত ঘােষণা করছি এবং ঈমান ও ইসলামকে মেনে নিচ্ছি। আর স্বীকারােক্তি দিচ্ছি যে, নিশ্চয়ই আল্লাহ্ তায়ালা ব্যতীত আর কোন উপাস্য নেই। মুহাম্মদ (সাঃ) আল্লাহর রাসূল।