যে সকল ক্ষেত্রে ওযু করা ওয়াজিব

যে সকল ক্ষেত্রে ওযু করা ওয়াজিব

১। পবিত্র কাবা ঘর তাওয়াফ করার পূর্বে।
২। জানাজার নামায আদায় করার সময়।
৩। পবিত্র কুরআন মাজিদ স্পর্শ করা কিংবা লিখার সময় ওযু করা ওয়াজিব।

যে সকল ক্ষেত্রে ওযু করা সুন্নত

১। আযান দেয়ার পূর্বে ওযু করা সুন্নত।
২। মসজিদে প্রবেশের পূর্বে ওযু করা সুন্নত।
৩। বিধর্মীদেরকে ইসলামে দীক্ষিত করার পূর্বে ওযু করা সুন্নত।
৪। মৃত ব্যক্তিকে গোসল দেয়ার পূর্বে ওযু করা সুন্নত।
৫। একবার ওযু করে ইবাদাত করার পর ওযু থাকা অবস্থায় পুনরায় ওযু করা সুন্নত।
৬। খাঁটি আলিমদের সাথে দেখা করার পূর্বে ওযু করে নেয়া সুন্নত।
৭। কোন পশু যবেহ করার পূর্বে ওযু করা সুন্নত।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!